প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে নড়িয়া-সখিপুরে আওয়ামী লীগের বিক্ষোভ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও সখিপুর থানা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন।

 

প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে নড়িয়া-সখিপুরে আওয়ামী লীগের বিক্ষোভ

 

প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে নড়িয়া-সখিপুরে আওয়ামী লীগের বিক্ষোভ

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদ ও দ্রুত সময়ের মধ্যে হুমকিদাতাকে গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবিতে সোমবার বিকালে নড়িয়া ও সখিপুরে পৃথক কর্মসূচি পালন করা হয়।

 

প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে নড়িয়া-সখিপুরে আওয়ামী লীগের বিক্ষোভ

 

এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন, নড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক আবুল কালাম আজাদ, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, নড়িয়া
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার প্রমূখ। এতে স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সমাবেশে বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার কল্যাণে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ঠিক তখনই একাত্তরের পরাজিত শক্তি বিএনপি-জামাত চক্রান্তে মেতে উঠেছে। তারা দেখেছে, নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে হারানো সম্ভব নয়। তারা একাধিকবার বঙ্গবন্ধু কন্যাকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বিএনপি-জামাত যদি কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তবে তাদের শক্তভাবে প্রতিহত করা হবে।

তারা আরও বলেন, যে নেত্রীকে নিয়ে সারাবিশ্ব অহংকার করে তাকে বিএনপি নেতা হুমকি দেয়।’

আরও দেখুনঃ

১ thought on “প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে নড়িয়া-সখিপুরে আওয়ামী লীগের বিক্ষোভ”

Leave a Comment