Site icon শরীয়তপুর জিলাইভ | truth alone triumphs

বাড়ির পাশের ডোবায় পড়ে শিশুর মৃত্যু | সারা সপ্তাহের খবর

বাড়ির পাশের ডোবায় পড়ে শিশুর মৃত্যু | সারা সপ্তাহের খবর

বাড়ির পাশের ডোবায় পড়ে শিশুর মৃত্যু | সারা সপ্তাহের খবর

বাড়ির পাশের ডোবায় পড়ে শিশুর মৃত্যুর খবর দিয়ে শুরু করছি শরীয়তপুর জেলা নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

 

বাড়ির পাশের ডোবায় পড়ে শিশুর মৃত্যু | সারা সপ্তাহের খবর

 

বাড়ির পাশের ডোবায় পড়ে শিশুর মৃত্যু

শরীয়তপুরের গোসাইরহাটে ডোবায় পড়ে শামিউল হাওলাদার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজী আশ্রাফ আলী ব্যাপারী পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শামিউল হাওলাদার ওই গ্রামের মো. সুফিয়ান হাওয়লাদারের ছেলে।

পদ্মা সেতু দিয়ে ট্রেন চলবে, দক্ষিণাঞ্চলের মানুষ উচ্ছ্বসিত

বাংলাদেশের দীর্ঘতম পদ্মা সেতু দিয়ে আজ মঙ্গলবার পরীক্ষামূলক ট্রেন চলবে। সাত বগির একটি বিশেষ ট্রেন ও একটি রেল ট্রাক কার ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া স্টেশনে যাবে। রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন দুপুর ১২টার দিকে পরীক্ষামূলক এ রেল চলাচলের উদ্বোধন করবেন। পদ্মা সেতু দিয়ে ট্রেন চলার খবরে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষেরা। 

জাজিরার সবজি বিক্রি হচ্ছে সুইজারল্যান্ডের সুপারশপে

শরীয়তপুরের জাজিরা উপজেলায় উৎপাদিত সবজি ও ফল বিক্রি হচ্ছে সুইজারল্যান্ডের একটি সুপারশপের বিভিন্ন শাখায়। পেট্রাকা নামের ওই সুপারশপের মাধ্যমে সুইজারল্যান্ডের বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা এসব সবজি ও ফল কিনতে পারছেন। গত ফেব্রুয়ারি মাসে সুপারশপ পেট্রাকার কাছে প্রথমবার বাংলাদেশি সবজি ও ফল রপ্তানি করে রপ্তানিকারক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড লিংক।

শরীয়তপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগ

শরীয়তপুর শহরের একটি বাড়ির মন্দিরের প্রতিমা ভাঙচুর করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার ভোররাতের দিকে শরীয়তপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নিরালা আবাসিক এলাকার বণিক বাড়ির শিতলা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই বাড়ির লোকজন।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পদ্মা সেতুতে পরীক্ষামূলক রেল চালানো হবে আজ

পদ্মা সেতুর রেললাইনের ৭ মিটার কংক্রিট ঢালাই সম্পন্ন করার মধ্য দিয়ে সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার পাথর বিহীন রেলপথ নির্মাণ কাজ আজ সমাপ্ত ঘোষণা করবেন পদ্মা সেতু রেললিংক প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। পদ্মা সেতুর মিডল পয়েন্টে ঢালাই কাজ শুরু হবে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের প্রকৌশলী মো. মেহেদী হাসান। 

এক রাতে গড়ে ওঠে ‘জিনের মসজিদ’

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের শিবপুরে অবস্থিত প্রায় সাড়ে চারশ বছরের পুরোনো তালুকদার বাড়ি জামে মসজিদ। স্থানীয়দের কাছে এটি ‘জিনের মসজিদ’ নামে পরিচিত। মোগল কারুকার্য, নান্দনিক ডিজাইন ও কৌতূহলের কারণে দূর-দূরান্ত থেকে অনেকেই মসজিদটি দেখতে আসেন।

বৈকালিক স্বাস্থ্যসেবার বিষয়ে জানেন না অনেকেই

সারাদেশের ন্যায় শরীয়তপুরেও সরকারি হাসপাতালে চিকিৎসকদের বৈকালিক চেম্বার কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সেবা চালু হয়েছে। সরকার নির্ধারিত ফি নিয়ে দিনের পাশাপাশি বিকেলেও রোগী দেখবেন সরকারি চিকিৎসকরা। তবে হাসপাতালে গিয়ে রোগীদের তেমন সাড়া চোখে পড়েনি।

 

 

ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে ভাইবোনের মৃত্যু

শরীয়তপুরের সখিপুরে বসতঘরে আগুনে দগ্ধ হয়ে ভাইবোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের আরও এক সদস্য। ঘুমন্ত অবস্থায় ওই দুই শিশুর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ।

আরও দেখুনঃ

Exit mobile version