Site icon শরীয়তপুর জিলাইভ | truth alone triumphs

ঘন কুয়াশায় চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি বন্ধ

চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি বন্ধ – চাঁদপুরে শীতের তীব্রতার সঙ্গে বেড়েছে ঘন কুয়াশা। এতে চাঁদপুর-শরীয়তপুর নৌ রুটে আজ বুধবার ভোর ৫টা থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় হরিণা ও নরসিংহপুর আলু বাজার ঘাটের ফেরি চলাচল।

 

ঘন কুয়াশায় চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি বন্ধ

 

আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি চলাচল শুরু হবে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) হরিণা ফেরিঘাটের ম্যানেজার (বাণিজ্য) ফয়সাল আলম চৌধুরী।

ফয়সাল আলম চৌধুরী বলেন, ‘ভোর রাতে কুয়াশা বেড়ে যায়। যার ফলে চাঁদপুর-শরীয়তপুর নৌ রুটে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দুর্ঘটনা এড়াতে ভোর রাত থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। প্রতিবছর শীত মৌসুমে মাঝে মাঝে কুয়াশা বেড়ে যায়। তখন আমরা দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখি। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পূর্ব থেকেই নির্দেশনা দিয়ে রেখেছেন।’

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এদিকে বুধবার সকালে ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস তাপামাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানায় জেলা আবহাওয়া অধিদপ্তর। চাঁদপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শোয়েব আহম্মেদ জানান, গত কয়েকদিন ধরে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠা-নামা করছে। মধ্যরাত থেকে ঘনকুয়াশায় ঢাকা পড়েছে চাঁদপুরের জনপদ। তবে দুপুরের দিকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে বলে জানান তিনি।

 

আরও দেখুনঃ

Exit mobile version