আমাদের আজকের আলোচনার বিষয় শরীয়তপুর জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ, শরীয়তপুর জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে ঢাকা বিভাগের অন্তর্গত ।
শরীয়তপুর জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
শরীয়তপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের (প্রস্তাবিত ফরিদপুর বিভাগের) একটি প্রশাসনিক অঞ্চল। শরীয়তপুর জেলার আয়তন ১১৮১.৫৩ বর্গকিলোমিটার। এই জেলার উত্তরে মুন্সীগঞ্জ জেলা, দক্ষিণে বরিশাল জেলা, পূর্বে চাঁদপুর জেলা, পশ্চিমে মাদারীপুর জেলা। গড় তাপমাত্রা ১২ ডিগ্রী সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াস গড় বৃষ্টিপাত ২১০৫ মি মি। এটি মূলত চর এলাকা। শরীয়তপুর জেলা ৬ টি উপজেলা, ৭ টি থানা, ৫টি মিউনিসিপ্যালিটি, ৬৪টি ইউনিয়ন পরিষদ, ৪৫টি ওয়ার্ড, ৯৩টি মহল্লা, ১২৩০টি গ্রাম এবং ৬০৭টি মৌজা নিয়ে গঠিত।
শরীয়তপুর জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ:-
| পূর্ববর্তী চেয়ারম্যান মন্ডলীর নাম |
| ০১। মরহুম সাহাবালী মোল্যা |
| ০২। মরহুম খবির উদ্দিন বকাউল |
| ০৩। মরহুম মোয়াল্লেমুল ইসলাম সরকার |
| ০৪। মরহুম নজরুল ইসলাম সরকার |
| ০৫। মোঃ হাবিবুর রহমান শিকদার |
| ০৬। মোঃ মনোয়ার হোসেন (বাবু) |
আরও পড়ূনঃ

