Site icon শরীয়তপুর জিলাইভ | truth alone triumphs

শরীয়তপুর জেলার নদ-নদী

শরীয়তপুর জেলার নদ-নদী

আমাদের আজকের আলোচনার বিষয় শরীয়তপুর জেলার নদ-নদী, শরীয়তপুর জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে ঢাকা বিভাগের অন্তর্গত ।

শরীয়তপুর জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

শরীয়তপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের (প্রস্তাবিত ফরিদপুর বিভাগের) একটি প্রশাসনিক অঞ্চল। শরীয়তপুর জেলার আয়তন ১১৮১.৫৩ বর্গকিলোমিটার। এই জেলার উত্তরে মুন্সীগঞ্জ জেলা, দক্ষিণে বরিশাল জেলা, পূর্বে চাঁদপুর জেলা, পশ্চিমে মাদারীপুর জেলা। গড় তাপমাত্রা ১২ ডিগ্রী সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াস গড় বৃষ্টিপাত ২১০৫ মি মি। এটি মূলত চর এলাকা। শরীয়তপুর জেলা ৬ টি উপজেলা, ৭ টি থানা, ৫টি মিউনিসিপ্যালিটি, ৬৪টি ইউনিয়ন পরিষদ, ৪৫টি ওয়ার্ড, ৯৩টি মহল্লা, ১২৩০টি গ্রাম এবং ৬০৭টি মৌজা নিয়ে গঠিত।

 

 

শরীয়তপুর জেলার নদ-নদী:-

শরীয়তপুর জেলা কীর্তিনাশা নদীর তীরে অবস্থিত। এ জেলার উল্লেখযোগ্য অসংখ্য নদীর মধ্যে রয়েছে পদ্মা, মেঘনা, দামুদিয়া, আরিয়াল খাঁ। এ সকল নদীর অসংখ্য শাখা নদীও রয়েছে।

শরীয়তপুর সদর উপজেলাঃ  

কীর্তিনাশা,বিণোদপুর ও পালং নদী এবং নড়িয়া খাল উল্লেখযোগ্য।

জাজিরা উপজেলাঃ

প্রধান নদী পদ্মা।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

গোসাইরহাট উপজেলাঃ

প্রধান নদী মেঘনা ও জয়ন্তী নদী।

ডামুড্যা উপজেলাঃ

প্রধান নদী পদ্মা ও জয়ন্তী।

 

 

নড়িয়া উপজেলাঃ

পদ্মা ও পালং। নড়িয়া খাল উল্লেখযোগ্য।

ভেদরগঞ্জ উপজেলাঃ

পদ্মা ও মেঘনা নদী এবং বাংলাবাজার খাল উল্লেখযোগ্য।

Exit mobile version