শরীয়তপুর জেলার কৃষি

আমাদের আজকের আলোচনার বিষয় শরীয়তপুর জেলার কৃষি, শরীয়তপুর জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে ঢাকা বিভাগের অন্তর্গত ।

শরীয়তপুর জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

শরীয়তপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের (প্রস্তাবিত ফরিদপুর বিভাগের) একটি প্রশাসনিক অঞ্চল। শরীয়তপুর জেলার আয়তন ১১৮১.৫৩ বর্গকিলোমিটার। এই জেলার উত্তরে মুন্সীগঞ্জ জেলা, দক্ষিণে বরিশাল জেলা, পূর্বে চাঁদপুর জেলা, পশ্চিমে মাদারীপুর জেলা। গড় তাপমাত্রা ১২ ডিগ্রী সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াস গড় বৃষ্টিপাত ২১০৫ মি মি। এটি মূলত চর এলাকা। শরীয়তপুর জেলা ৬ টি উপজেলা, ৭ টি থানা, ৫টি মিউনিসিপ্যালিটি, ৬৪টি ইউনিয়ন পরিষদ, ৪৫টি ওয়ার্ড, ৯৩টি মহল্লা, ১২৩০টি গ্রাম এবং ৬০৭টি মৌজা নিয়ে গঠিত।

 

শরীয়তপুর জেলার কৃষি

 

শরীয়তপুর জেলার কৃষি:-

শরিয়তপুর সদর

শ্রেণীভুক্ত কৃষক
অশ্রেণীভুক্ত ৪৪৩৬ জন
ভূমিহীন ০ জন
প্রান্তিক ০ জন
ক্ষুদ্র ১ জন
মাঝারী ০ জন
বড় ০ জন

নড়িয়া

শ্রেণীভুক্ত কৃষক
অশ্রেণীভুক্ত ১৭৬৭ জন
ভূমিহীন ৬৪৩ জন
প্রান্তিক ৭০ জন
ক্ষুদ্র ৪৭৫ জন
মাঝারী ১৮৮ জন
বড় ২৭ জন

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

জাজিরা

শ্রেণীভুক্ত কৃষক
অশ্রেণীভুক্ত ০ জন
ভূমিহীন ০ জন
প্রান্তিক ০ জন
ক্ষুদ্র ০ জন
মাঝারী ০ জন
বড় ০ জন

 

গোসাইরহাট

শ্রেণীভুক্ত কৃষক
অশ্রেণীভুক্ত ৩১৪১ জন
ভূমিহীন ২ জন
প্রান্তিক ৬০ জন
ক্ষুদ্র ৯১ জন
মাঝারী ১৯ জন
বড় ১ জন

 

ভেদরগঞ্জ

শ্রেণীভুক্ত কৃষক
অশ্রেণীভুক্ত ২২ জন
ভূমিহীন ৩১০ জন
প্রান্তিক ৬১৪ জন
ক্ষুদ্র ৩৯০ জন
মাঝারী ৪ জন
বড় ০ জন

 

শরীয়তপুর জেলার কৃষি

 

ডামুড্যা

শ্রেণীভুক্ত কৃষক
অশ্রেণীভুক্ত ৩৭৮৮ জন
ভূমিহীন ২ জন
প্রান্তিক ১০০২ জন
ক্ষুদ্র ১৭৩৯ জন
মাঝারী ১৪৭ জন
বড় ২৪ জন

আরও পড়ূনঃ

২ thoughts on “শরীয়তপুর জেলার কৃষি”

Leave a Comment