আমাদের আজকের আলোচনার বিষয় শরীয়তপুর জেলার উপজেলা, শরীয়তপুর জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে ঢাকা বিভাগের অন্তর্গত ।
শরীয়তপুর জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
শরীয়তপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের (প্রস্তাবিত ফরিদপুর বিভাগের) একটি প্রশাসনিক অঞ্চল। শরীয়তপুর জেলার আয়তন ১১৮১.৫৩ বর্গকিলোমিটার। এই জেলার উত্তরে মুন্সীগঞ্জ জেলা, দক্ষিণে বরিশাল জেলা, পূর্বে চাঁদপুর জেলা, পশ্চিমে মাদারীপুর জেলা। গড় তাপমাত্রা ১২ ডিগ্রী সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াস গড় বৃষ্টিপাত ২১০৫ মি মি। এটি মূলত চর এলাকা। শরীয়তপুর জেলা ৬ টি উপজেলা, ৭ টি থানা, ৫টি মিউনিসিপ্যালিটি, ৬৪টি ইউনিয়ন পরিষদ, ৪৫টি ওয়ার্ড, ৯৩টি মহল্লা, ১২৩০টি গ্রাম এবং ৬০৭টি মৌজা নিয়ে গঠিত।

শরীয়তপুর জেলার উপজেলা:-
জাজিরা উপজেলা
জাজিরা উপজেলা বাংলাদেশের শরীয়তপুর জেলার একটি প্রশাসনিক এলাকা। জাজিরা উপজেলাটি ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার অন্তর্গত; যার ভৌগোলিক অবস্থান ২৩.৩৫০০° উত্তর ৯০.৩৩৩৩° পূর্ব। এই উপজেলাটির উত্তরে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলা ও টংগিবাড়ী উপজেলা, দক্ষিণে শরীয়তপুর সদর উপজেলা, পূর্বে নড়িয়া উপজেলা, পশ্চিমে মাদারীপুর জেলার শিবচর উপজেলা ও মাদারীপুর সদর উপজেলা।
শরীয়তপুর সদর উপজেলা
শরীয়তপুর সদর বাংলাদেশের শরীয়তপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলার ভৌগোলিক অবস্থান ১৭৫.০৯ বর্গকিমি। এই উপজেলাটির উত্তরে জাজিরা উপজেলা ও নড়িয়া উপজেলা, দক্ষিণে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা, পূর্বে ডামুড্যা উপজেলা, ভেদরগঞ্জ উপজেলা ও নড়িয়া উপজেলা, পশ্চিমে মাদারীপুর সদর উপজেলা।
গোসাইরহাট উপজেলা
গোসাইরহাট বাংলাদেশের শরীয়তপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। এ উপজেলার উত্তরে ডামুড্যা উপজেলা ও ভেদরগঞ্জ উপজেলা, দক্ষিণে বরিশাল জেলার মুলাদী উপজেলা ও হিজলা উপজেলা, পূর্বে চাঁদপুর জেলার হাইমচর উপজেলা, পশ্চিমে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা।

ডামুড্যা উপজেলা
ডামুড্যা বাংলাদেশের শরীয়তপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। উত্তরে ভেদরগঞ্জ উপজেলা,দক্ষিণে গোসাইরহাট উপজেলা, পূর্বে গোসাইরহাট উপজেলা, পশ্চিমে মাদারীপুর জেলার কালকিনী উপজেলা ও শরীয়তপুর সদর উপজেলা।[১][২]
ভেদরগঞ্জ উপজেলা
ভেদরগঞ্জ বাংলাদেশের শরীয়তপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। ভেদরগঞ্জ উপজেলার উত্তরে মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর উপজেলা ও চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা, দক্ষিণে ডামুড্যা উপজেলা ও গোসাইরহাট উপজেলা, পূর্বে চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলা ও মেঘনা নদী এবং পশ্চিমে নড়িয়া উপজেলা ও শরীয়তপুর সদর উপজেলা।

নড়িয়া উপজেলা।
নড়িয়া বাংলাদেশের শরীয়তপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। এ উপজেলার মোট আয়তন ২০৩.৫৮ বর্গ কিলোমিটার। নড়িয়া উপজেলার উত্তরে জাজিরা উপজেলা, মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলা ও টংগিবাড়ী উপজেলা, দক্ষিণে শরীয়তপুর সদর উপজেলা ও ভেদরগঞ্জ উপজেলা, পূর্বে ভেদরগঞ্জ উপজেলা ও পশ্চিমে জাজিরা উপজেলা।
সখিপুর থানা
শখিপুর থানা বাংলাদেশের শরীয়তপুর জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা। শখিপুর থানায় ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত।যথাঃ ডি.এম খালি, চরকুমারিয়া, সখিপুর, কাচিকাঁটা, উত্তর তারাবুনিয়া, চরভাগা, আরশিনগর, দক্ষিণ তারাবুনিয়া, চরসেনসাস।
আরও পড়ূনঃ

১ thought on “শরীয়তপুর জেলার উপজেলা”