শরীয়তপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

শরীয়তপুরে দুর্গাপূজা – দুর্গা পূজাকে আনন্দমুখর ও সার্বজনীন করার লক্ষ্যে শরীয়তপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শরীয়তপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনরি সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার সাবেক আমির শরীয়তপুর ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর রহমান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শরীয়তপুর শাখার সভাপতি অ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী প্রমুখ।

 

 

এছাড়াও জেলার ৬ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, জেলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলায় এবার ১০২টি মণ্ডপে দুর্গোৎসব উদযাপনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। শরীয়তপুর সদর উপজেলায় ৩৩টি, নড়িয়া উপজেলায় ৩৩টি, ভেদরগঞ্জ উপজেলায় ১৭টি, গোসাইরহাট উপজেলায় ৮টি, ডামুড্যা উপজেলায় ৬টি ও জাজিরা উপজেলায় ৫টি মণ্ডপে।
গুগোল নিউজে আমাদের ফলো করুন

সভায় জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের মণ্ডপ কমিটির সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা নিয়ে আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সরদার এ কে এম নাসির উদ্দিন কালু জেলা বিএনপির পক্ষ থেকে নিরাপত্তার সঙ্গে আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

আগামী ৮ অক্টোবর মহাপঞ্চমী পূজার মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শুরু হবে এবং ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

Leave a Comment