Site icon শরীয়তপুর জিলাইভ | truth alone triumphs

শরীয়তপুরের ভোজেশ্বরে ডাকাতি

ভোজেশ্বরে ডাকাতি – শুক্রবার রাত অনুমান ২টায় শরীয়তপুরে নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী ভোজেশ্বর বাজারের দক্ষিণ পাশে মেলকার মার্কেটে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

 

শরীয়তপুরের ভোজেশ্বরে ডাকাতি

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতরা ওই মার্কেটের মা ট্রেডার্স নামের তিনটি দোকানের কেচিগেটের তালা ভেঙ্গে ট্রাকে করে ৩৫ লাখ টাকা মূল্যের গাজী টায়ারের মালামাল ও নগদ ১ লাখ ২৬ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশের ব্যর্থতার অভিযোগ করেন দোকান মালিক ও ব্যবসায়ীরা। তাদের দাবি, সিসি টিভি ফুটেজে লক্ষ্য করা যাচ্ছে পুলিশের কনস্টেবল জাহিদ, নাহিদ ও আমানুল্লাহ ঐ সময় ঘটনাস্থলে ছিলেন। তাদের উপস্থিতিতে ট্রাকে করে মালামাল নিয়ে পালিয়ে যায় র্দুর্বত্তরা। পুলিশ প্রতিরোধ করেনি। ঘটনাটি রহস্য জনক।

মা ট্রেডার্স এর মালিক সোহেল মেলকার বলেন, সিসি ক্যামেরায় দুর্বৃত্তদের দেখা যাচ্ছে। এ সময় ঘটনাস্থলে পুলিশ থাকলেও তাদেরকে বাধা প্রদান করেনি। এ ব্যাপারে ব্যবসায়ী আবুল হোসেন বলেন, পুলিশের ব্যর্থতার কারনে লাখ লাখ টাকার মামলামাল নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ ইচ্ছে করলে দুর্বৃর্ত্তদেরকে আটক করতে পারতেন।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ভোজেশ্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সিকদার হারুন অর রশিদ বলেন, আমি তিনজন পুলিকে মোবাইল ডিউটিতে পাঠিয়েছি। তাদের কিছুটা ব্যর্থতা আছে। গাড়ি চেক করার সময় যদি নিজেদের অটো রাস্তা জুড়ে এলাপাথারী রেখে চেক করতো তবে চোর ধরা পড়তো, মামলামাল নিতে পারতো না। আমরা চেষ্টা করছি চোর সনাক্ত করার জন্য।

 

আরও দেখুনঃ

Exit mobile version