Site icon শরীয়তপুর জিলাইভ | truth alone triumphs

শরীয়তপুরে মাটিচাপা অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মাটিচাপা দেওয়া অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের শিমুলতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

শরীয়তপুরে মাটিচাপা অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে জাজিরার শিমুলতলা এলাকার একটি বাড়ির পেছনে মাটিচাপা দেওয়া অবস্থায় এক নারীর হাতের একটি অংশ দেখতে পান স্থানীয় লোকজন। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসে মাটি সরিয়ে অজ্ঞাতনামা ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা, লাশ উদ্ধার হওয়া ওই নারীর বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে। ৮ থেকে ১০ দিন আগে ওই নারীকে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়েছিল। তাই লাশটিতে পচন ধরেছে।জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমিন প্রথম আলোকে বলেন, ওই নারীকে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। নিহত নারীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুনঃ

Exit mobile version