শরীয়তপুর জেলা কিসের জন্য বিখ্যাত

আমাদের আজকের আলোচনার বিষয় শরীয়তপুর জেলা কিসের জন্য বিখ্যাত, শরীয়তপুর জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে ঢাকা বিভাগের অন্তর্গত ।

শরীয়তপুর জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

শরীয়তপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের (প্রস্তাবিত ফরিদপুর বিভাগের) একটি প্রশাসনিক অঞ্চল। শরীয়তপুর জেলার আয়তন ১১৮১.৫৩ বর্গকিলোমিটার। এই জেলার উত্তরে মুন্সীগঞ্জ জেলা, দক্ষিণে বরিশাল জেলা, পূর্বে চাঁদপুর জেলা, পশ্চিমে মাদারীপুর জেলা। গড় তাপমাত্রা ১২ ডিগ্রী সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াস গড় বৃষ্টিপাত ২১০৫ মি মি। এটি মূলত চর এলাকা। শরীয়তপুর জেলা ৬ টি উপজেলা, ৭ টি থানা, ৫টি মিউনিসিপ্যালিটি, ৬৪টি ইউনিয়ন পরিষদ, ৪৫টি ওয়ার্ড, ৯৩টি মহল্লা, ১২৩০টি গ্রাম এবং ৬০৭টি মৌজা নিয়ে গঠিত।

 

শরীয়তপুর জেলা কিসের জন্য বিখ্যাত

 

শরীয়তপুর জেলা কিসের জন্য বিখ্যাত:-

শরীয়তপুর অনেক আগে থেকেই মৃৎশিল্প ও পিতলের জিনিসপত্রের জন্য বিখ্যাত। এখানকার টেরাকোটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পটারি ইউরোপসহ বিশ্বের ২০টি দেশে যায়। শরীয়তপুরের জেলা প্রশাসক মনে করেন, পদ্মা সেতু এই দুই শিল্পকে আরও এগিয়ে নেবে।

শরীয়তপুর জেলার কিছু বিখ্যাত দর্শনীয় স্থানঃ

  • কার্তিকপুর জমিদার বাড়ি
  • কোদালপুর দরবার শরীফ
  • সুরেশ্বর দরবার শরীফ
  • মডার্ন ফ্যান্টাসি কিংডম
  • বুড়ির হাট মসজিদ
  • বুড়ির হাট মুন্সী বাড়ী
  • লাকার্তা শিকদার বাড়ি
  • পন্ডিতসার চিশতীনগর দরবার শরীফ

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

  • মগর
  • ভোজেশ্বরের শিবলিঙ্গ – উপমহাদেশের সবচেয়ে বড় শিবলিঙ্গ
  • মহিষারের দীঘি
  • রাজনগর
  • কুরাশি
  • হাটুরিয়া জমিদার বাড়ি
  • রুদ্রকর জমিদার বাড়ি
  • রুদ্রকর মঠ
  • রাম সাধুর আশ্রম
  • মানসিংহের বাড়ী
  • ধানুকার মনসা বাড়ি
  • সখিপুর আনন্দবাজার বেরিবাধ
  • আলুর বাজার ফেরিঘাট
  • ছয়গাঁও জমিদার বাড়ি

 

শরীয়তপুর জেলা কিসের জন্য বিখ্যাত

 

আরও পড়ূনঃ

২ thoughts on “শরীয়তপুর জেলা কিসের জন্য বিখ্যাত”

Leave a Comment