আমাদের আজকের আলোচনার বিষয় শরীয়তপুর জেলার ভৌগলিক পরিচিতি, শরীয়তপুর জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে ঢাকা বিভাগের অন্তর্গত ।
শরীয়তপুর জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
শরীয়তপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের (প্রস্তাবিত ফরিদপুর বিভাগের) একটি প্রশাসনিক অঞ্চল। শরীয়তপুর জেলার আয়তন ১১৮১.৫৩ বর্গকিলোমিটার। এই জেলার উত্তরে মুন্সীগঞ্জ জেলা, দক্ষিণে বরিশাল জেলা, পূর্বে চাঁদপুর জেলা, পশ্চিমে মাদারীপুর জেলা। গড় তাপমাত্রা ১২ ডিগ্রী সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াস গড় বৃষ্টিপাত ২১০৫ মি মি। এটি মূলত চর এলাকা। শরীয়তপুর জেলা ৬ টি উপজেলা, ৭ টি থানা, ৫টি মিউনিসিপ্যালিটি, ৬৪টি ইউনিয়ন পরিষদ, ৪৫টি ওয়ার্ড, ৯৩টি মহল্লা, ১২৩০টি গ্রাম এবং ৬০৭টি মৌজা নিয়ে গঠিত।

শরীয়তপুর জেলার ভৌগলিক পরিচিতি:-
শরীয়তপুর জেলা ও ৬টি উপজেলার ভৌগলিক অবস্থান
|
ক্রমিক নং |
জেলা/উপজেলা |
আয়তন (বর্গ কিঃমিঃ) |
উত্তর অক্ষাংশ |
পূর্ব দ্রাঘিমাংশ |
|
০১ |
শরীয়তপুর |
১১০২.৪৫ |
২৩.০১০ থেকে ২৩.২৭০ |
৯০.১৩০ থেকে ৯০.৩৬০ |
|
০২ |
শরীয়তপুর সদর |
১৭৫.০৮ |
২৩.০৮০ থেকে ২৩.১৮০ |
৯০.১৪০ থেকে ৯০.২৩০ |
|
০৩ |
জাজিরা |
২৩৯.৬০ |
২৩.১৬০ থেকে ২৩.২৭০ |
৯০.১৩০ থেকে ৯০.২৬০ |
|
০৪ |
নড়িয়া |
২১৮.৭০ |
২৩.১৪০ থেকে ২৩.২৫০ |
৯০.১৮০ থেকে ৯০.৩০০ |
|
০৫ |
ভেদরগঞ্জ |
২৪৬.২০ |
২৩.০৮০ থেকে ২৩.২৪০ |
৯০.২৩০ থেকে ৯০.৩৬০ |
|
০৬ |
ডামুড্যা |
৯১.০০ |
২৩.০৬০ থেকে ২৩.১২০ |
৯০.২০০ থেকে ৯০.৩০০ |
|
০৭ |
গোসাইরহাট |
১৩৩.১০ |
২৩.০১০ থেকে ২৩.১০০ |
৯০.২০০ থেকে ৯০.৩৪০ |
তথ্যেও উৎস : :Bangladesh Population Census, 2001

শরীয়তপুর জেলার-
· উত্তরে মুন্সিগঞ্জ জেলা,
· দক্ষিণে বরিশাল জেলা,
· পূর্বে চাঁদপুর জেলা এবং
· পশ্চিমে মাদারীপুর জেলা অবস্থিত।


১ thought on “শরীয়তপুর জেলার ভৌগলিক পরিচিতি”