Site icon শরীয়তপুর জিলাইভ | truth alone triumphs

চিকিৎসার জন্য ঢাকায় এসে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত

চিকিৎসার জন্য ঢাকায় এসে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত

শরীয়তপুর জেলার গোসাইয়েরহাট থানার জালালপুর গ্রামের মোছা. ফরিদা বানু (৭০) নামে এক বৃদ্ধা চিকিৎসার জন্য ঢাকায় এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (২০ মে) বেলা ১১টার দিকে রাজধানীর খিলগাঁও থানার নবীনবাগ মৌলভীরটেকে পিকআপ ভ্যানের চাপায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

চিকিৎসার জন্য ঢাকায় এসে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

 

 

নিহতের ছেলে মনির হোসেন জানান, আমার মা গতকাল গ্রামের বাড়ি থেকে চিকিৎসার জন্য ঢাকায় ভাগনির বাসায় আসে। ঢাকায় হাসপাতালে চিকিৎসক দেখানোর জন্য মায়ের সিরিয়াল নেওয়া হয়। আর আজ হাসপাতালে যাওয়ার পথে একটা রিকশা তাদের রিকশাকে ধাক্কা দিলে মা পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পর একটি পিকআপ ভ্যান আমার মাকে চাপা দেয়।

তিনি জানান, পথচারিরা মাকে উদ্ধার করে ঢামেকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরও দেখুনঃ

Exit mobile version