শরীয়তপুরে টিউবওয়েল থেকে পানি আনার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় টিউবওয়েল থেকে পানি আনার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

 

শরীয়তপুরে টিউবওয়েল থেকে পানি আনার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

 

শরীয়তপুরে টিউবওয়েল থেকে পানি আনার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বুধবার (২৪ মে) গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।মঙ্গলবার (২৩ মে) বিকেলে ৪টায় উপজেলার কোদাল-পুর ইউনিয়নের রসিদ সরদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

শরীয়তপুরে টিউবওয়েল থেকে পানি আনার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

 

মাঈনউদ্দিন ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবুনিয়া ঢালি কান্দি এলাকার বাসিন্দা মৃত ছাত্তার মান্দের ছেলে। বর্তমানে তিনি কোদালপুর ইউনিয়নে শ্বশুরবাড়িতে জমি কিনে স্থায়ী বসবাস করতেন।

খোঁজ নিয়ে জানা যায়, মাঈনউদ্দিন মঙ্গলবার বিকেলে বৃষ্টির সময় টিউবওয়েল থেকে খাবার পানি আনতে যান। এ সময় বজ্রপাতে গুরুতরভাবে আহত হন তিনি। পরে স্থানীয়রা তকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার বলেন, কোদালপুরে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি দুঃখজনক ঘটনা। আমি শোক ও সমবেদনা জানাচ্ছি।

আরও দেখুনঃ

Leave a Comment