শরীয়তপুর জেলা ওলামা দলের ১০১ এবং ফরিদপুর মহানগর ওলামা দলের ৫১ সদস্য বিশিষ্ট ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
শরীয়তপুর জেলা-ফরিদপুর মহানগর ওলামা দলের আহ্বায়ক কমিটি
এতে বলা হয়, মাওলানা মো. ছগীর আহমেদকে আহ্বায়ক ও মাওলানা মো. আফজাল হোসাইনকে সদস্য সচিব করে শরীয়তপুর জেলা ওলামা দলের ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়েছে। ওদিকে মাওলানা মো. আকরামুজ্জামানকে আহ্বাক ও মাওলানা হোসাইনুর রহমানকে সদস্য সচিব করে ফরিদপুর মহানগর ওলামা দলের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত এই দুটি কমিটি কেন্দ্রীয় ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব মাওলানা কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব এডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেনের যৌথ স্বাক্ষরে অনুমোদন দেয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

আরও দেখুনঃ