শরীয়তপুরের আতঙ্কের নাম ইউসুফ শনি

শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকার কাজিরহাটের একসময়ের  শ্যালো মেশিনের মিস্ত্রী ইউসুফ শনি। তার আসল বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাদিরপুর গ্রামে। পিতার নাম সিরাজ শনি। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের ক্যাশিয়ার এবং অন্যতম সোর্স।

 

শরীয়তপুরের আতঙ্কের নাম ইউসুফ শনি

বর্তমানেও  শরীয়তপুর জেলার প্রতিটা ইউনিয়ন ও থানা এলাকার সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম। সাধারণ মানুষকে জিম্মি করে পুলিশি ঝামেলায় ফেলে অর্থ আদায় করা তার নেশা এবং পেশা।

ইউসুফ শনির প্রধান কাজ হচ্ছে নিরীহ মানুষের জমি দখল করা, অবৈধ অস্ত্র ব্যবসা ও মাদক ব্যবসায়ী সহ ডাকাত দলকে লালন-পালন করা এছাড়াও জমি দখলের ক্ষেত্রে অবৈধ অস্ত্র দিয়ে পুলিশের সহযোগিতায় মিথ্যা মামলায় ফাঁসানো সহ এমন কোন অপকর্ম নাই যা সে করে না। নিজেই তৈরি করেছে অপরাধের স্বর্গরাজ্য।

 

 

সরজমিনে অনুসন্ধান কালে নাওডোবা সাহেব বাজার, বিকে নগর আনন্দবাজার, কাজিরহাট, জাজিরা, পেমতলা, শরীয়তপুর সদর ঘুরে এবং স্থানীয় হুমায়ন ডালি, জাহাঙ্গীর কাজী, ইউনুস কাজী, সহ একাধিক ব্যক্তিদের সাথে আলাপ করে জানা যায়,  সাবেক  আইজিপি বেনজীর আহমেদ দায়িত্ব রত থাকা অবস্থায় ইউসুফ শনি  অবৈধভাবে অন্যের জমি দখলের মধ্য দিয়ে  কোটি কোটি টাকা রোজগার করেন সেই সাথে শত কোটি টাকার অধিক রোজগার করে দেন বেনজীর আহমেদকে। এছাড়াও এলাকায় রয়েছে তার ব্যক্তিগত সন্ত্রাসী বাহিনী।

শরীয়তপুর জেলাজুরে তার এই ত্রাসের রাজত্ব কায়েম করে। যা নিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। সাবেক আইজিপি বেনজির আহমেদের অবসর এবং স্বৈরাচার  আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও পরিবর্তন আসেনি ইউসুফ শনির মধ্যে ।গত বুধবার ৪ সেপ্টেম্বর দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ে হতে ইলিয়াস মাদবর নামক এক ব্যক্তিকে ইউসুফ শনির সন্ত্রাসী বাহিনী দ্বারা তুলে নিয়ে যায় এবং ইলিয়াস মাদবরের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন এ টাকা না দিলে প্রানে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এই ধরনের ঘটনা সে প্রায়ই ঘটিয়ে থাকে। এবং মানুষকে জিম্মি করে অর্থ আদায় করাই তার পেশা। পুলিশের অত্যাচার বন্ধ হলেও ওই এলাকায় বন্ধ হয়নি ইউসুফ শনির অত্যাচার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বিষয়ে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছে শরীয়তপুর জেলার বাসিন্দারা

 

আরও দেখুনঃ

Leave a Comment